পাকিস্তানের পাশে চীন, যুদ্ধ নয়, সংলাপেই সমাধান চায় বেইজিং
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তে টানা সাত দিন ধরে চলছে গোলাগুলি, পাল্টাপাল্টি অভিযোগ এবং কূটনৈতিক টানাপোড়েন। এমন এক সংকটময় মুহূর্তে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে চীন।
লাহোরে চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন বলেছেন, যেকোনো পরিস্থিতিতে বেইজিং পাকিস্তানের পাশে থাকবে। তিনি বলেন, "চীন সবসময়ই পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু। দুই দেশের সম্পর্ক কেবল প্রতিবেশীসুলভ নয়, বরং কৌশলগত অংশীদারিত্ব ও গভীর পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত।"
বৃহস্পতিবার (১ মে) লাহোরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে।
ঝাও শিরেন আরও বলেন, "যুদ্ধ কখনোই সমস্যার সমাধান হতে পারে না। ভারত ও পাকিস্তানের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে উত্তেজনা প্রশমন করে শান্তির পথ খুঁজে বের করা।"
চীনা কনসালের মতে, চীন-পাকিস্তান সম্পর্ক বহু বছর ধরে অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আড়াই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, "চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।"
বৈঠকে দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।
এই প্রেক্ষাপটে ভারতের পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা এবং সীমান্তে গোলাগুলির ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যুদ্ধ পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUPload
কমেন্ট বক্স