ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মাওলানা সা'দের রুজু বিষয়ে শক্ত অবস্থানে মুফতী উসমানী, আল্লাহর ওয়াস্তে বিরোধিতা বন্ধ করুন

স্টাফ রিপোর্টার | উম্মাহ২৪.নিউজ
আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ১২:৪৪:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০১:১৪:২৩ অপরাহ্ন
মাওলানা সা'দের রুজু বিষয়ে শক্ত অবস্থানে মুফতী উসমানী, আল্লাহর ওয়াস্তে বিরোধিতা বন্ধ করুন মাওলানা সা'দের সাথে মুফতী মুহাম্মদ ত্বকী উসমানীর ফোন আলাপ
বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও ফিকাহ বিশেষজ্ঞ মুফতী মুহাম্মদ ত্বকী উসমানী তাবলিগ জামাতের চলমান অভ্যন্তরীণ বিরোধ নিরসনে দৃঢ় ও স্পষ্ট বার্তা দিয়েছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, "মাওলানা সাদ প্রকাশ্য রুজু করেছেন, আল্লাহর ওয়াস্তে এবার বিরোধিতা বন্ধ করুন।" তার এ বক্তব্য তাবলিগে চলমান কোন্দলের অবসান ঘটাতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

তাবলিগ জামাতের ভেতরে মাওলানা সাদ কান্ধলভীর কিছু বক্তব্যকে কেন্দ্র করে কয়েক বছর ধরে যে মতবিরোধ ও বিভক্তি সৃষ্টি হয়েছিল, তা বাংলাদেশসহ সারা বিশ্বের তাবলিগ কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। কাকরাইল মারকাজ ও টঙ্গীর বিশ্ব ইজতেমায় বিরোধপূর্ণ অবস্থান নেন বিভিন্ন পক্ষ। এই সংকট ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তের মসজিদে মসজিদে।

বিভিন্ন আলেম ও ওলামা ইতোমধ্যেই একাধিকবার বিরোধ নিরসনের চেষ্টা করেছেন। মুফতী ত্বকী উসমানী তাদের মধ্যে অন্যতম ও সবচেয়ে প্রভাবশালী। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে এসে, কণ্ঠে দৃঢ়তা ও আহ্বানে আন্তরিকতা এনে জানান, যদি এই বিভেদ চলতেই থাকে তবে তিনি নিজেই বিষয়টির সমাধানে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন।

মুফতী ত্বকী বলেন, “তাবলিগ জামাত একটি আমানত। এটি ব্যক্তিগত মতবাদের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে না। এখনই সময় ঐক্যে ফিরে আসার।”

তাঁর এই আহ্বান বিশ্বব্যাপী তাবলিগ অনুসারীদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। বিশেষ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আশা জেগেছে, দীর্ঘদিনের এই বিভক্তি ও তিক্ততা এবার নিরসনের পথে এগোবে।

বিশ্লেষকরা মনে করছেন, মুফতী ত্বকীর মতো একজন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ইসলামী নেতার এই স্পষ্ট বক্তব্য তাবলিগ জামাতকে পুনরায় ঐক্যের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link: https://www.facebook.com/share/v/16PtsTS2Vz/

নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ