ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে আলোচিত হত্যা মামলার আসামি রায়হানকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার | উম্মাহ২৪.নিউজ
আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৪:২৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৪:২৯:১২ অপরাহ্ন
টাঙ্গাইলে আলোচিত হত্যা মামলার আসামি রায়হানকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রায়হান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। 

সোমবার (৫ মে) সকালে উপজেলার বল্লা ইউনিয়নের রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা বাদল মিয়া জানান, ভোর ৪টার দিকে মুন্না নামে এক যুবক তাকে খবর দেন যে রায়হানকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। এ খবর পেয়ে তিনি ছুটে গিয়ে আশপাশে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে কুকরাইল গ্রামের রিপনের পুকুরে রক্তাক্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান।

রায়হানের স্ত্রী শিল্পী জানান, রাত দুইটার দিকে তার স্বামী ফোন করে বলেন, মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ-মরিচ কেটে রাখতে। পরে তিনি কিছুক্ষণ পর বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ-মরিচ ও মুড়ি-চানাচুর নিয়ে যান। সে সময় তিনি প্রচুর পরিমাণে মদপান অবস্থায় ছিলেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে জখমকৃত রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটা তদন্তের পর জানা যাবে। নিহতের নামে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

স্থানীয়রা জানান, রায়হান এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার পেছনে মাদক সংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ