ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে যমুনা টিভি অভিমুখে শিক্ষার্থীদের মিছিল; পুলিশি বাধায় সংঘর্ষ, আহত অন্তত ১০

চাকরির বয়সসীমা ৩৫-এর দাবিতে জবি শিক্ষার্থীদের 'লং মার্চ', মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার | উম্মাহ২৪.নিউজ
আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০১:০৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০১:০৭:১০ অপরাহ্ন
চাকরির বয়সসীমা ৩৫-এর দাবিতে জবি শিক্ষার্থীদের 'লং মার্চ', মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আয়োজিত ‘লং মার্চ টু যমুনা টিভি’ কর্মসূচি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ‘চাকরিপ্রত্যাশী পরিষদ’-এর ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আয়োজিত ‘লং মার্চ টু যমুনা টিভি’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা টিভির কার্যালয় অভিমুখে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, মূলধারার গণমাধ্যমে তাদের চলমান আন্দোলন কাভার না করায় প্রতীকী প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি হাতে নেওয়া হয়।
 

মিছিলটি মতিঝিল এলাকায় পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা আটকে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন।
 

সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে আন্দোলনকারী সূত্র। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।
 

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, “জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”
 

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, চাকরিপ্রত্যাশীদের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা ঘোষণা দেন, ৩৫ বছর বয়সসীমা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ