ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ২২ শিশু ও ১৫ নারী। বুধবার ভোররাতে জাবালিয়া শরণার্থী শিবির ও খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতাল সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫২,৯০০ জনে। আহত হয়েছেন ১,১৯,৮০০ জনের বেশি।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের নিচে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামাস এই দাবি অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে।
এদিকে, গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ৫ লাখ ফিলিস্তিনি চরম খাদ্য সংকটে রয়েছেন। ইসরায়েলি অবরোধের কারণে ৬০ শতাংশের বেশি দাতব্য রান্নাঘর বন্ধ হয়ে গেছে, যা খাদ্য সহায়তা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
আন্তর্জাতিক মহল, বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য ও চীন, গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলের অবরোধ নীতির সমালোচনা করেছে।