ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

গোপালগঞ্জের সহিংসতা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র: ফারুক

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:০২:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:০২:২২ অপরাহ্ন
গোপালগঞ্জের সহিংসতা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র: ফারুক
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

গোপালগঞ্জে শেখ হাসিনার সমর্থকদের ওপর হামলাকে কেন্দ্র করে উদ্ভূত সহিংসতাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফারুক হোসেন। তিনি বলেন, “এটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্ধারিত সময়ের নির্বাচন বাধাগ্রস্ত করার একটি কৌশলী প্রচেষ্টা।”
 

মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গোপালগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিত। এটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনআস্থা নষ্ট করার অপচেষ্টা।”

 

ফারুক আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করতে নানামুখী নাটক সাজাচ্ছে। তারা বুঝে গেছে জনগণ তাদের বিরুদ্ধে রায় দিতে প্রস্তুত। তাই এখন সহিংসতা সৃষ্টি করে দায় চাপানোর চেষ্টা করছে সরকারের ওপর।”
 

তিনি দাবি করেন, সরকার শান্তিপূর্ণভাবে চলমান রাজনৈতিক প্রক্রিয়াকে বিতর্কিত করতে চায়, যাতে আন্তর্জাতিক মহলের নজর ঘুরিয়ে দেওয়া যায়।

বিএনপির এই নেতা সরকারের প্রতি আহ্বান জানান—নির্বাচন পেছানোর কোনো অপচেষ্টায় না গিয়ে নির্ধারিত সময় অনুযায়ী সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হোক।


নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg