ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: জামায়াত

স্টাফ রিপোর্টার | উম্মাহ২৪.নিউজ
আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:২০:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:২০:২০ অপরাহ্ন
সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: জামায়াত
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

আগামী জাতীয় নির্বাচন কোনো সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া অনুষ্ঠিত হলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির দাবি, নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্রীয় কাঠামোতে মৌলিক সংস্কার আনতেই হবে।
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনি বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের রায়ের প্রতিফলন ঘটাবে না, বরং নতুন করে একনায়কতন্ত্রের পথ সুগম করবে।”

 

সাত দফা দাবি উত্থাপন

১৯ জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জামায়াতের জাতীয় সমাবেশ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি সাত দফা দাবি পেশ করে। দাবিগুলোর মধ্যে রয়েছে—

  1. নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা

  2. জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার

  3. রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার

  4. প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা

  5. জুলাই মাসে আহতদের চিকিৎসা নিশ্চিত

  6. ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR)’ ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু

  7. প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ
     

সমাবেশ ঘিরে প্রস্তুতি ও দুঃখপ্রকাশ

সমাবেশ ঘিরে রাজধানীবাসীর সম্ভাব্য দুর্ভোগের জন্য আগাম ক্ষমা চেয়ে নিয়েছে দলটি। মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা কোনো রাস্তায় সমাবেশ করছি না, যাতে নগরবাসীর ভোগান্তি কম হয়। তা সত্ত্বেও যানজটসহ সামান্য কিছু সমস্যা হতে পারে, এজন্য আমরা দুঃখিত।”

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন ব্যয়বহুল হলেও জনগণের কষ্ট কমাতে রাস্তায় নয়, খোলা মাঠে সভা করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

সমাবেশ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য দলটি ইতোমধ্যে গঠন করেছে আটটি উপকমিটি। থাকবে ছয় হাজার স্বেচ্ছাসেবক, ১৫টি মেডিকেল বুথ এবং গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫টি স্থানে।
 

সাংস্কৃতিক আয়োজন ও অতিথিরা

১৯ জুলাই সকাল ১০টা থেকে জামায়াতের সাংস্কৃতিক অঙ্গন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করবে। দুপুর ২টায় মূল সমাবেশে অংশ নেবেন ইসলামি ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং আহত ব্যক্তিরা।
 

দলীয় বক্তব্যে পূর্ব অভিযোগ

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “গত ৫৪ বছরে জামায়াত একটি রাজনৈতিক দল হিসেবে বারবার রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছে। তারপরও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি।” তিনি ষড়যন্ত্রের মাধ্যমে কোনো মহল যেন এই সংস্কার প্রক্রিয়া ব্যাহত না করতে পারে, সে বিষয়েও সতর্ক করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, রফিকুল ইসলাম খান, এ কে এম মাসুম, আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন হেলাল, শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হোসেন প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg