ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

তাবলিগ জামাতে গিয়ে খালে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু নোয়াখালীতে

স্টাফ রিপোর্টার | উম্মাহ২৪.নিউজ
আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৬:১২:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৬:১২:৩২ অপরাহ্ন
তাবলিগ জামাতে গিয়ে খালে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু নোয়াখালীতে
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলিগ জামাতে অংশ নিতে গিয়ে খালের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
 

শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের জিরতলী গ্রামের বেল্লাল মিয়ার বাড়ি সংলগ্ন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, তাবলিগ জামাতে অংশগ্রহণের জন্য বেশ কয়েকজন মুসল্লি ঐ বাড়িতে অবস্থান করছিলেন। সকালে কয়েকজন মুসল্লি খালে গোসল করতে নামেন। এ সময় এক যুবক পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহত যুবকের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।”
 

স্থানীয় মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করছেন।


নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg