ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের কড়া বার্তা, কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা

তিন মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ: সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জন অভিযুক্ত

স্টাফ রিপোর্টার | উম্মাহ২৪.নিউজ
আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০২:৪২:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০২:৪২:৩০ অপরাহ্ন
তিন মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ: সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জন অভিযুক্ত
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

বহুল আলোচিত দুর্নীতির মামলায় সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জন উচ্চপর্যায়ের ব্যক্তির বিরুদ্ধে চলমান তদন্ত তিন মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, “যথাসময়ে তদন্ত শেষ না হলে প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হবে।” দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। মামলাগুলোতে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
 

আদালত পর্যবেক্ষণে বলেছে, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কারও রূপরেই বিশেষ সুবিধা চলবে না। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তদন্তে বিলম্ব অগ্রহণযোগ্য।”
 

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া অগ্রগতির পথে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট দাখিলের চেষ্টা চলছে।
 

বিশ্লেষকদের মতে, এই নির্দেশ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে উচ্চপর্যায়ের দুর্নীতি তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg