ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

সৌজন্য সাক্ষাৎ না রাজনৈতিক বার্তা?—আলোচনায় গরম রাজনৈতিক অঙ্গন

জামায়াত আমিরের বাসায় গেলেন প্রধানমন্ত্রীর ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার | উম্মাহ২৪.নিউজ
আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৩:৩২:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৩:৩২:৩০ অপরাহ্ন
জামায়াত আমিরের বাসায় গেলেন প্রধানমন্ত্রীর ধর্ম উপদেষ্টা
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের ধানমন্ডির বাসায় আজ আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ও সাবেক সচিব মো. কামাল উদ্দিন। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন।
 

ঘণ্টাখানেক স্থায়ী এই বৈঠকে কী আলোচনা হয়েছে—তা আনুষ্ঠানিকভাবে কেউ না বললেও, সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় শিক্ষাব্যবস্থা, ও চলমান জাতীয় সংলাপ ইস্যু আলোচনায় উঠে এসেছে।
 

জামায়াতের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, "এটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। এর সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা বা সমন্বয়ের বিষয় নেই।" তবে সরকারি মহলের কেউ কেউ বলছেন, এটি নিছক সৌজন্য নয়, বরং ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতে জামায়াতকে জায়গা দেওয়ার আলাপচিত্র হতে পারে।
 

সাক্ষাতের পর সাংবাদিকদের কোনো বিবৃতি না দিয়ে উভয়পক্ষই নিরব থেকেছে। তবে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এটি ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে।
 

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াতকে মাঠে আনার কোনো চেষ্টা চলছে কি না—এই প্রশ্ন এখন অনেকের মনে।


নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg