ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার পর সেনা মোতায়েন, গ্রেফতার ৩২১ জন; স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ‘গণগ্রেপ্তার নয়’

গোপালগঞ্জে এখনো চলছে ১৪৪ ধারা, ৮ মামলায় আসামি ৫ হাজারের বেশি

স্টাফ রিপোর্টার | উম্মাহ২৪.নিউজ
আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৬:০৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৬:০৭:২৯ অপরাহ্ন
গোপালগঞ্জে এখনো চলছে ১৪৪ ধারা, ৮ মামলায় আসামি ৫ হাজারের বেশি
https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (জানাপা) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। চারদিন পেরিয়ে গেলেও প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে, এবং জেলার বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি।

রোববার (২১ জুলাই) সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “গোপালগঞ্জে আগের তুলনায় পরিস্থিতি উন্নতির দিকে। ধাপে ধাপে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।”
 

স্থানীয় সাংবাদিক নুতন শেখ জানান, গত তিন দিন ধরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ টহলে থাকলেও রোববার থেকে শহরে স্বাভাবিক জীবনের ছাপ ফিরতে শুরু করেছে। ওষুধ ও নিত্যপণ্যের কিছু দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট এখনও বন্ধ। কারফিউ আজ রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।
 

পুলিশ সূত্র জানিয়েছে, গত বুধবারের সংঘর্ষকে ঘিরে এখন পর্যন্ত ৪টি হত্যা মামলা সহ ৮টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা ৫ হাজার ৪০০ জন। এখন পর্যন্ত অভিযান চালিয়ে ৩২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গণগ্রেফতার হচ্ছে না। অপরাধ করলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে দিকেও আমরা সতর্ক।”


নিউজটি আপডেট করেছেন : NewsUPload

কমেন্ট বক্স

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

https://ummah24.news/public/ads/687c80801f2d1.jpg