
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে তাবলীগ জামাত সংক্রান্ত কোনও আলোচনা না করাকে সাধারণ জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ ইস্যুতে বিভেদ এবং উম্মাহর মধ্যে বিভাজনের যে প্রবণতা লক্ষ্য করা গেছে, তার বিপরীতে হেফাজতের এই অবস্থানকে জনমনে একটি সুবিবেচিত ও ঐক্যমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সমাবেশে তাবলীগের নাম কিংবা তাদের অভ্যন্তরীণ কোনও ইস্যু তোলেননি হেফাজতের শীর্ষ নেতারা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাবলীগ জামাত বাংলাদেশের অন্যতম মুরুব্বী সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ সাহেব জানান, "আমরা বরাবরই ওলামায়ে কেরামের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। তাবলীগ আমাদের শিখিয়েছে ওলামাদের ভালোবাসা এবং তাদের সান্নিধ্য কীভাবে জীবন গঠন করা যায়। আজকের সমাবেশে যে পরিপক্কতা হেফাজতের নেতৃবৃন্দ দেখিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।"
তিনি আরও বলেন, "যদি ওলামায়ে কেরাম যেকোনো মজলিসে তাবলীগ ইস্যু না টানেন, তবে উম্মাহর মধ্যে ঐক্য ফিরে আসা অনেক সহজ হবে। এতে মসজিদভিত্তিক দ্বন্দ্ব হ্রাস পাবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল হবে।"
অন্যদিকে হেফাজতে ইসলামের এক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "তাবলীগ ইস্যুতে কথা বলা এ মুহূর্তে অপ্রয়োজনীয় মনে করছি। আমাদের লক্ষ্য এখন ছোটখাটো মতপার্থক্য ভুলে বৃহত্তর উম্মাহর ঐক্য গঠনে মনযোগী হওয়া। প্রতিটি দলের নিজস্ব অবস্থান থাকতেই পারে, তবে আমরা চাই ঘরোয়া আলোচনার মাধ্যমে সেসব সমাধান করে সামনে এগোতে।"
বিশ্লেষকরা মনে করছেন, হেফাজতের এই অবস্থান ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। মতবিরোধ থাকা সত্ত্বেও কীভাবে শ্রদ্ধাশীল অবস্থান নিয়ে জাতিকে ঐক্যের দিকে নেওয়া যায়—তার একটি বাস্তব উদাহরণ দেখা গেল আজকের সমাবেশে।