চীনা সীমান্তসংলগ্ন স্পর্শকাতর ‘শিলিগুড়ি করিডর’ এলাকায় অননুমোদিত ড্রোন ব্যবহারে জারি হলো কঠোর নিষেধাজ্ঞা

চিকেন নেক করিডরে ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা ভারতের, জাতীয় নিরাপত্তা উদ্বেগের ইঙ্গিত

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৪:২২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৪:২২:৩২ অপরাহ্ন

ভারতের সরকার উত্তর-পূর্বাঞ্চলের স্পর্শকাতর সুরক্ষা করিডর হিসেবে পরিচিত ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডর এলাকায় ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে। এই করিডরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে এবং ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে।
 

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথভাবে নেওয়া এই সিদ্ধান্তে বলা হয়েছে, এই অঞ্চলে অননুমোদিত ড্রোন চলাচল জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে। নিষেধাজ্ঞাটি সিকিম, উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশের সংযোগস্থল এলাকায় কার্যকর হবে।
 

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি এই অঞ্চলে অজ্ঞাতপরিচয় ড্রোন শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ভারত এই পদক্ষেপ নিয়েছে। যদিও সরকারি বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে কূটনৈতিক মহল বিষয়টিকে চীনের দিক থেকে সম্ভাব্য গোয়েন্দা নজরদারি প্রতিহত করার উদ্যোগ হিসেবে দেখছে।
 

নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র আর্মি, এয়ার ফোর্স বা অনুমোদিত নিরাপত্তা সংস্থার ড্রোন চলাচলই এখানে অনুমোদিত হবে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : আবু ইউসুফ

অফিস :

অফিস : ঢাকা, বাংলাদেশ

ইমেইল : channelu24@gmail.com

মোবাইল : 01710-000000