ঈদের আগে কর্মঘণ্টা পূরণে ১৭ ও ২৪ মে খোলা থাকবে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস

ঈদুল আজহার টানা ছুটি নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ: শনিবারও খোলা থাকবে সরকারি অফিস

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১০:৩৭:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১০:৩৭:০০ পূর্বাহ্ন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনসমূহ সমন্বয়ের অংশ হিসেবে আজ ১৭ মে (শনিবার) ও আগামী ২৪ মে (শনিবার) দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে। ছুটির বিনিময়ে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলার এই সিদ্ধান্তকে ‘কর্মঘণ্টা পুনর্বিন্যাস’ হিসেবে দেখছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঈদুল আজহার ছুটি ৫ জুন (বুধবার) থেকে শুরু হয়ে ১০ জুন (সোমবার) পর্যন্ত নির্ধারিত রয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ১১ ও ১২ জুন (মঙ্গলবার ও বুধবার) দুটি কর্মদিবস ‘সরকারি আদেশে ছুটি’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই অতিরিক্ত ছুটির বিপরীতে ১৭ ও ২৪ মে শনিবার দুটি কর্মদিবস অফিস খোলা থাকবে—এমন নির্দেশনা ইতোমধ্যেই সকল মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।
 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এক আদেশে জানান, সরকারি অফিসগুলোতে কর্মঘণ্টা পূরণ নিশ্চিত করতে এবং ঈদের ছুটির ধারাবাহিকতা বজায় রাখতে এই সাময়িক কর্মসূচি গৃহীত হয়েছে। এর ফলে টানা ১০ দিন (৫ জুন – ১৪ জুন) সরকারি কর্মচারীরা পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন, যা কর্মসংস্থানের ভারসাম্য ও প্রশাসনিক গতি বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
 

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ শুধু কর্মীদের স্বস্তি নিশ্চিত করছে না, বরং উৎপাদনশীলতাও ধরে রাখবে। একইসঙ্গে দেশের প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার পরিকল্পিত নজির হিসেবেও একে দেখা হচ্ছে।

 

 

সম্পাদকীয় :

সম্পাদক : আবু ইউসুফ

অফিস :

অফিস : ঢাকা, বাংলাদেশ

ইমেইল : channelu24@gmail.com

মোবাইল : 01710-000000