ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেল নারী-শিশুসহ অসংখ্য সাধারণ মানুষের, আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা

গাজায় ত্রাণ নিতে এসে নিহত ৬৭ ফিলিস্তিনি, ফের রক্তাক্ত মানবিক লাইন

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১১:০৮:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১১:০৮:১৫ পূর্বাহ্ন

গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিতে আসা অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, খাদ্যবাহী একটি কনভয় ঘিরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তখন হঠাৎই ট্যাঙ্ক ও ড্রোন থেকে গুলি চালানো হয়। অনেকে ঘটনাস্থলেই মারা যান, বাকিরা আশেপাশের হাসপাতালে পৌঁছানোর আগেই রক্তক্ষরণে প্রাণ হারান।

এই ঘটনা আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় তুলেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা একে “মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ” হিসেবে আখ্যা দিয়েছে।
 

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি অবরোধে আটকা পড়ে থাকা মানুষগুলো শুধু খাবার সংগ্রহ করতে এসেছিল। তাদের লক্ষ্য করে এমন হামলা পরিকল্পিত গণহত্যার শামিল।
 

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, “বিক্ষিপ্ত হামলার পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।” তবে এ বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
 

উল্লেখ্য, গত অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধের ফলে ইতোমধ্যেই ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে—যার বেশিরভাগই নারী ও শিশু।

সম্পাদকীয় :

সম্পাদক : আবু ইউসুফ

অফিস :

অফিস : ঢাকা, বাংলাদেশ

ইমেইল : channelu24@gmail.com

মোবাইল : 01710-000000