ঢাকাস্থ মার্কিন দূতাবাস সতর্ক করলো—ভুয়া নথি, তথ্য গোপন বা প্রতারণা করলে ভিসা বাতিল এবং আজীবন নিষেধাজ্ঞা হতে পারে

ভিসা আবেদনকারীদের জন্য কঠোর বার্তা: জাল কাগজ দিলে আজীবন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৪:৩৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৪:৩৫:৪২ অপরাহ্ন

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের জন্য যারা ভিসার আবেদন করছেন, তাদের জন্য এসেছে কঠোর সতর্কবার্তা। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে—জাল কাগজপত্র বা নিরাপত্তা সংশ্লিষ্ট সন্দেহজনক তথ্য পাওয়া গেলে ভিসা আবেদনকারীকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হতে পারে।
 

সোমবার (২১ জুলাই) দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা জানায়।
পোস্টে বলা হয়েছে:

"ভিসা আবেদনে কনস্যুলার অফিসাররা যদি কোনো জাল নথি বা নিরাপত্তাজনিত সন্দেহ পান, তাহলে তা সরাসরি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে পাঠানো হয়। আমাদের লক্ষ্য হলো—জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অসাধু ও অপরাধপ্রবণ ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানো।”
 

এর আগেও দূতাবাস একাধিকবার ভুয়া নথিপত্র ও প্রতারণামূলক কৌশলের বিরুদ্ধে সতর্ক করেছিল।

১৮ জুলাইয়ের আরেক পোস্টে দূতাবাস উল্লেখ করে—

“তথ্য গোপন বা জাল কাগজ দাখিল গুরুতর অপরাধ। এর ফলে শুধু ভিসা বাতিল নয়, ফৌজদারি মামলার সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।”
 

এছাড়া ১০ জুলাই দূতাবাসের দেওয়া আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা অনুযায়ী,
 

“ভিসা আবেদন ফরম (DS-160)-এ গত পাঁচ বছরে ব্যবহার করা সব সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডল বা ইউজারনেম বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। মিথ্যা তথ্য দিলে ভবিষ্যতেও ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী।”
 

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন, এমন সবার প্রতি দূতাবাসের পরামর্শ— সম্পূর্ণ সত্য, স্বচ্ছ ও নির্ভুল তথ্য দিন। জালিয়াতির চেষ্টা করলে ফল হবে চিরতরে নিষেধাজ্ঞা।

সম্পাদকীয় :

সম্পাদক : আবু ইউসুফ

অফিস :

অফিস : ঢাকা, বাংলাদেশ

ইমেইল : channelu24@gmail.com

মোবাইল : 01710-000000